জেলা

ক্যানিংয়ে তৃণমূল নেতা-কর্মীদের খুনের ঘটনায় গ্রেফতার ১

 তৃণমূলের ৩জন তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে খুন করা হয় ক্যানিংয়ে ৷ ক্যানিং থানার পুলিশ তদন্তে নেমে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চালায় ৷ এই খুনের ঘটনায় কুলতলি থেকে প্রথম গ্রেফতার হল আফতাব উদ্দিন । পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিই আততায়ীদের কাছে স্বপন মাঝিদের লোকেশন পৌঁছে দিচ্ছিল। বৃহস্পতিবার, ৭ জুলাই সকালে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলার বাসিন্দা স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি (৩৮), ভূতনাথ প্রামাণিক (৩৩) এবং ঝন্টু হালদার (৩৩) নামে তিন তৃণমূল সদস্য বাড়ি থেকে বেরিয়ে বাইকে চড়ে যাওয়ার সময় পিয়ার পার্কের কাছে দুষ্কৃতীরা পথ আটকে তাদের গুলি চালাতে থাকে । ঘটনাস্থলেই রাস্তার পাশে লুটিয়ে পড়েন তিনজন তৃণমূল নেতা । সেই সময় তাঁদের গলার নলি কেটে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক ধরেই খুনের পরিকল্পনা করা হচ্ছিল । সেই অনুযায়ী হামলাকারীদের আগেই ওইদিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল আফতাব উদ্দিন । এই অভিযুক্ত স্বপন মাঝিদের বাইকের সঙ্গে সঙ্গেই যাচ্ছিল এবং আততায়ীদের লোকশন জানাচ্ছিল ৷ এরপরই হামলা চালায় অভিযুক্তরা । সূত্রের খবর, শনিবারই ধৃত আফতাব উদ্দিনকে বারুইপুর মহকুমার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ । তারপর ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ । যে 6 জনের নামে এফআইআর দায়ের হয়েছে, সেখানে ধৃতের নেই । তবে ওই দলটাকে আরও কয়েকজন সাহায্য করেছিল বা খুনের ষড়যন্ত্রে আরও কয়েকজন সামিল ছিল বলে সন্দেহ করছে পুলিশ ।