টুইটার কিনছেন না ইলন মাস্ক ৷ মাইক্রোব্লগিং সাইটের সঙ্গে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের (৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার) চুক্তি বাতিল করলেন মার্কিন ধনকুবের ৷ শুক্রবার টেসলা টিমের প্রধান একটি চিঠিতে জানিয়েছেন, “টুইটার কেনার চুক্তিতে যে শর্তগুলি রাখা হয়েছিল, তার সঙ্গে টুইটারের বিভিন্ন ব্যবস্থাপনা খাপ খাচ্ছে না ৷ তাই এই চুক্তি বাতিল করা হচ্ছে ৷” এছাড়াও চিঠিতে জানানো হয়েছে, প্রায় দু’মাস ধরে ইলন মাস্ক টুইটারের আইডেন্টিফিকেশন-সহ নানাবিধ তথ্য চেয়ে যাচ্ছেন ৷ সেগুলি তাঁকে পাঠায়নি টুইটার কর্তৃপক্ষ ৷ এপ্রিল মাসে ইলন মাস্ক টুইটার শেয়ার পিছু ৫৪.২০ মার্কিন ডলার দর হাঁকেন ৷ তাতে এই কেনার চুক্তিটি পৌঁছয় প্রায় ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে ৷ এরপর মে মাসে ইলন তাঁর দলের সদস্যদের টুইটারের অ্যাকাউন্টের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং কেনা থেকে পিছিয়ে আসেন ৷ টুইটারের দাবি ছিল, তাঁদের প্ল্যাটফর্মে ৫ শতাংশেরও কম স্প্যাম বা বট অ্যাকাউন্ট ৷