কলকাতা

কলকাতা মেট্রোয় শীঘ্রই চালু হচ্ছে অত্যাধুনিক চিনা রেক

চিনের ডালিয়ান শহর থেকে কলকাতা মেট্রোর জন্য আনা হয়েছে অত্যাধুনিক রেক ৷ কোটি টাকার এই রেক, কলকাতায় এসে পড়েছিল দীর্ঘ দিন। অবশেষে শুরু হল সেই রেকের মহড়া। শীঘ্রই সেই রেক যাত্রী পরিষেবা করতে পারবে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ । কিন্তু তা এখনও যাত্রী পরিষেবায় ব্যবহার করা হয়নি ৷ কারণ, চূড়ান্ত ছাড়পত্র মেলেনি এখনও ৷ যদিও সেই ছাড়পত্রের জন্য ধাপে ধাপে পরীক্ষা হয়েছে ৷ এবার সেই ছাড়পত্র এলেই যাত্রী পরিষেবায় ব্যবহার করা হবে ডালিয়ান রেক ৷ গ্লোবাল টেন্ডারের মাধ্যমে ২০১৯ সালে চিনের ডালিয়ান শহর থেকে জাহাজে করে আসে একটি প্রোটোটাইপ মেট্রো রেক । তারপর কয়েকবার পরীক্ষা হয় রেকটির । নতুন একটি রেক আনা হলে সেই রেককে যাত্রী পরিষেবার উপযোগী করে তুলতে একগুচ্ছ পরীক্ষা করা হয় । তাই সেই মতোই ২০১৯ সাল থেকে ধাপে ধাপে শুরু হয় পরীক্ষা নিরীক্ষা । পাশাপাশি চলতে থাকে চেক রানও । তবে ২০২০ সালে পরীক্ষামূলক দৌড় শুরু হলেও লকডাউনের জন্য সেই কাজে ব্যাঘাত ঘটে । সেই সময় রেকটিতে কিছু যান্ত্রিক ত্রুটি

দেখা যায় । তাই পরীক্ষা অসম্পূর্ণ রেখেই চিনা সংস্থার আধিকারিকদের ফিরে যেতে হয়ে দেশে । তারপর কেটে গিয়েছে একটা লম্বা সময় । রেকটি পরীক্ষা বা ট্রায়াল রান করা সম্ভব হয়নি । এরপর করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে রিসোর্ট ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (RDSO), মেট্রোরেল এবং চিনা সংস্থার আধিকারিকরা শহরে এসে আবার শুরু করে পরীক্ষা । মেট্রোর যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরে রাতের দিকে নিয়মিত চলতে থাকে পরীক্ষামূলক দৌড় । কোচের অসিলিয়েশান পরীক্ষার জন্য শেষ যে পরীক্ষাটি বাকি ছিল, তা হল বালির বস্তা নিয়ে চেক রান । সম্প্রতি সেই পরীক্ষাও শেষ হয়েছে । তাই এবার ধাপে ধাপে ট্রায়াল রান করে দেখা হবে যে এই রেকটিতে আর নতুন কোনও যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে কি না । এছাড়াও যাত্রী স্বাচ্ছন্দ ও সুরক্ষার দিকগুলোও খতিয়ে দেখে রিপোর্ট পাঠানো হবে আরডিএসও-তে । এরপর চূড়ান্ত ছাড়পত্র মিললে দেশে আনা হবে বাকি ১৩টি ডালিয়ান রেক । অবশেষে বাধা কাটিয়ে মহড়া দৌড় শুরু করল চিনা রেক। তবে মহড়া দৌড়ের ফল সন্তোষজনক। শীঘ্রই তাই ছুটতে পারে কলকাতায় চিনা রেক।