জেলা

খুন নয়, ছাদ থেকে পড়ে মৃত্যু ছাত্রনেতার, আনিস-কাণ্ডে চার্জশিট পেশ সিটের

আনিস-কাণ্ডে চার্জশিট পেশ করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। জানানো হল, হত্যা নয়, পুলিশের অভিযানের পর ছাদ থেকে পড়ে মৃত্যু হয় হাওড়ার আমতার ছাত্রনেতার।  আনিসের পরিবার অভিযোগ করেছিল, খুন করা হয়েছে তাদের ছেলেকে। রাজনৈতিক ষড়যন্ত্রেরও অভিযোগ তুলেছিলেন আনিসের দাদা। তবে সেই অভিযোগ খারিজ হয়েছে এই চার্জশিটে। রাজ্য পুলিসের সিট এদিন ছাত্রনেতা আনিস খান মৃত্যুর ঘটনায় উলুবেড়িয়া আদালতে চার্জ শিট জমা দিল । চার্জ শিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসির। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১, ৩৪২, ৪৫২, ৩০৪(এ) এবং ১২০ (বি) ধারা প্রয়োগের উল্লেখ রয়েছে চার্জ শিটে। আনিসের মৃত্যুর ঘটনায় চার্জ শিটে নাম রয়েছে ওসি দেবব্রত চক্রবর্তী, এএস আই নির্মল দাস, হোমগার্ড কাশীনাথ বেরা, সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য ও সৌরভ কাড়ারের। অন্য দিকে, আনিস খান মৃত্যু-মামলায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছে পরিবার। এর আগে কলকাতা হাই কোর্টের রায়ের পরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি জানান মৃত ছাত্রনেতার বাবা ও দাদা। সোমবারও একই কথা জানান আনিসের দাদা। তাঁদের অভিযোগ, বিকেলে ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে।