দেশ

বিপর্যয় কাটিয়ে ফের শুরু অমরনাথ যাত্রা

 স্থগিত থাকার পর ফের শুরু হল অমরনাথ যাত্রা৷ সোমবার জম্মু থেকে চার হাজারের বেশি তীর্থযাত্রীর একটি দল অমরনাথের উদ্দেশে রওনা দেয়৷ শুক্রবারের পাহাড়ি বৃষ্টি ও তার জেরে ১৬ জনের মৃত্যুর পর দু’দিন অমরনাথ যাত্রা স্থগিত রাখে প্রশাসন৷ তবে সোমবার ফের যাত্রা শুরুর অনুমতি মিললেও তীর্থযাত্রীদের যেতে হবে পঞ্চতরণী হয়ে৷ অমরনাথ দর্শন সেরে তাঁরা ফিরবেন বালতাল হয়ে৷ অমরনাথ যাওয়ার দুটো রুট আছে৷ একটি পহেলগাও, আর একটি বালতাল৷ বহু তীর্থযাত্রী সাধারণত পহেলগাও-পঞ্চতরণী হয়ে অমরনাথ যেতে পছন্দ করেন৷ নামার সময় বালতাল হয়ে ফেরেন৷ আবার কেউ কেউ আছেন যাঁরা সোনমার্গ-বালতাল হয়ে অমরনাথ যেতে চান৷ এতে সময় কম লাগে৷ কিন্তু পহেলগাও-এর চেয়ে এই রুটটিতে ঝক্কি বেশি৷ তবে আজকের জন্য বালতাল রুটটি দশর্নের জন্য বন্ধ রাখা হয়েছে৷ কেবল পঞ্চতরণী হয়ে যেতে পারবেন তীর্থযাত্রীরা৷ তবে ফেরার সময় বালতাল হয়ে ফিরবেন৷ প্রশাসন জানিয়েছে, সোমবার দুপুর ১২টার মধ্যে চন্দনওয়াড়ি পার করে গিয়েছেন সাত হাজার তীর্থযাত্রী৷