জেলা

দার্জিলিং ম্যালে জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আজ ম্যাল চৌরাস্তায় জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠান। নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করালেন জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার অজিতরঞ্জন বর্ধন। দার্জিলিং ম্যালে জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে আজ, ৪৫ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উপস্থিত আছেন অরূপ বিশ্বাসও। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আগেই কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন জিটিএ-র রাশ হাতে নেওয়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা। সোমবার বিকেলে দার্জিলিং পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকনা, রোহিণী, সোনাদা, ঘুম… মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে একাধিক জায়গায় রাস্তার ধারে পোস্টার, ব্যানার লাগানো হয়েছিল। কার্শিয়ংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান অনীত থাপা। মুখ্যমন্ত্রীও সবাইকে অভিনন্দন জানান। প্রসঙ্গত, জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জয়ী হয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর প্রথমবার জিটিএ ভোটে লড়েই ১০টি আসনে প্রার্থী দিয়ে ৫টি আসনে জয়ী হয়েছে তৃণমূল।