জেলা

শ্মশান দুর্নীতিতে গ্রেফতার সৌমেন্দু অধিকারীর গাড়ি চালক

কাঁথির শ্মশান জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে অধিকারী পরিবারের। অভিযোগ, শ্মশানের জমিতে বেআইনি স্টল নির্মাণ করা হয়েছে। এই ঘটনাতেই ১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িচালক। এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রসঙ্গত, ধৃত এর আগে ছিলেন পুরসভার কর্মী। তখনও তিনি ছিলেন সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক। অভিযোগ, সৌমেন্দু অধিকারী পুরসভার চেয়ারম্যান থাকাকালীন রাঙামাটি শ্মশানের জমিতে করা হয়েছিল স্টল নির্মাণ। ব্যয় হয়েছিল আনুমানিক ২ কোটি। সেই স্টল নির্মাণ ও বন্টনেই হয়েছে দুর্নীতি। এমনটাই অভিযোগ পুরো বোর্ডের চেয়ারম্যান সুবল মান্নার। প্রসঙ্গত, এই বিষয়ে তিনি কাঁথি থানায়য় দায়ের করেছিলেন অভিযোগ। বর্তমান পুরবোর্ডের দাবি, পুরসভার পক্ষ থেকে শ্মশানের জমির চরিত্র বদলের কোনও অনুমতি দেওয়া হয়নি। হয়নি পুরো বোর্ডের বৈঠক। স্টল বানানোর জন্য কোন ওয়ার্ক অর্ডারও নেই। নেই টেন্ডার। অথচ স্টল বিক্রি হয়েছে। টাকার পরিমাণ জানিয়েছেন স্টল ক্রেতারাই। তবে সেই স্টল বিক্রির টাকা জমা পড়েনি পুরসভায়। অভিযোগ, হয়েছে কোটি টাকার। প্রসঙ্গত, গ্রেফতার এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত সৌমেন্দু অধিকারী। গত শুক্রবার হয়েছিল এই মামলার শুনানি।