জেলা

ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা-কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও এক

 ক্যানিংয়ের ৩ তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক। তৃণমূল নেতা খুনে জয়নগর থেকে অভিযুক্ত এবাইদুল্লা মণ্ডলকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ ৷ কয়েকদিন আগেই আফতাবউদ্দিন শেখ নামে আরও এক অভিযুক্তেকে গ্রেফতার করা হয়েছিল ৷ মৃত পঞ্চায়েত সদস্য স্বপন মাঝির পরিবারের তরফে করা এফআইআরে নাম ছিল ধৃত এবাইদুল্লা মণ্ডলের। পুলিশ সূত্রে খবর, ধৃত আফতাবউদ্দিন এফআইআরে নাম থাকা বসির শেখের দাদা । ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের হদিশ পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা । সূত্রের খবর , দিন তিনেক আগে স্বপন মাঝিকে খুনের পরিকল্পনা করা হয়েছিল । ধর্মতলার একটি মাঠে বসেই খুনের ছক কষেছিল অভিযুক্তরা । ঠিক হয়েছিল, বৃহস্পতিবার সকালেই হবে অপারেশন । সেই মতোই বুধবার রাত থেকে স্বপনবাবুর গতিবিধির উপর নজর রাখছিল আফতাবউদ্দিন । এরপর বৃহস্পতিবার সকালে তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপন মাঝির উপর নজরদারি চালায় ধৃত। বাইকে চড়ে তাঁকে অনুসরণও করতে থাকে সে। এরপর ধর্মতলার পিয়ার পার্কে স্বপন মাঝিকে খুন করে অভিযুক্তরা ।