দলের বিরুদ্ধে মুখ খুলে আবারও অস্বস্তি বাড়ালেন হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এমনকি বিধায়ক পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি। বুধবার বলাগড়ের তৃণমূল বিধায়ক বলেন বিস্ফোরক মন্তব্য করেন। এদিন মনোরঞ্জন ব্যাপারী বলেন, ‘সুবিধাভোগী, ধান্দাবাজরা আবার দলে ফিরছেন। বিজেপিতে গিয়েও আবার ফিরে আসছেন। মমতা বললে বিধায়ক পদ ছেড়ে দেব।’ তিনি আরও বলেন, ‘আমি লেখালিখি জগতের মানুষ। বিজেপিকে রোখার জন্য বিধায়ক হতে হয়েছিল। তখন বিজেপিতে গিয়েছিল এমন ১৫৩ জনকে গুনেছিলাম, এরপর আর গুনতে পারিনি। যারা সুবিধাভোগী, যাঁরা ধান্দাবাজ তাঁরা এটাই করে এসেছে। এটাই তো সত্যি।’ যদিও এদিন এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললে তিনি বিধায়ক পদও ছেড়ে দিতে পারেন বলে জানান তিনি।