বিদেশ

অবশেষ স্পিকারের কাছে ইস্তফাপত্র পাঠালেন শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে

দেশে ছেড়ে পালানোর পর এবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন গোতাবায়া রাজাপক্ষে। স্পিকারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। প্রবল আর্থিক সংকট চলছে শ্রীলঙ্কায়। কেন? সদ্য পদত্যাগী প্রেসিডেন্টের ‘ভুল নীতি’। দেশবাসীর ক্ষোভ বাড়ছিল ক্রমশই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, দেশের ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট! মঙ্গলবার মধ্যরাতে সামরিক বিমান চেপে মালদ্বীপের উদ্দেশ্য রওনা দেন গোতাবায়া। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই রক্ষী। এমনকী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ গোতাবোয়া ইস্তফা দিতে পারেন বলেও শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।