কলকাতা

দেশের সেরা যাদবপুর, দ্বিতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়, টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠল বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। জাতীয় তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশে চতুর্থ স্থানে যাদবপুর। অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা পেয়েছে আইআইএসসি বেঙ্গালুরুর। এ ছাড়া যাদবপুরের আগে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নাম। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি সার্বিক তালিকাও প্রকাশিত হয়েছে। যার শীর্ষে নাম রয়েছে আইআইটি মাদ্রাজের। ওই

তালিকাতেই পাঁচ নম্বরে রয়েছে বাংলার আইআইটি খড়্গপুরের নাম। এছাড়া দেশের সেরা কলেজের তালিকায় অষ্টম স্থানে নাম রয়েছে বাংলার সেন্ট জেভিয়ার্স কলেজের। শুক্রবার এ নিয়ে একটি টুইট করেন তিনি ৷ তাতে মমতা লেখেন, “অত্যন্ত গর্বিত ৷ এনআইআরএফ ২০২২-এর প্রকাশিত তালিকা অনুসারে, ভারতের সমস্ত রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম এবং কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে ৷ কলেজগুলির মধ্যে সেন্ট জেভিয়ার্স দেশে অষ্টম স্থান অধিকার করেছে ৷ আমাদের শিক্ষাবিদ এবং পড়ুয়াদের অভিনন্দন ৷”