দেশ

দিল্লি-বদোদরা উড়ানে সমস্যা, জয়পুরে জরুরি অবতরণ

দিল্লি-বদোদরা উড়ানে সমস্যা হতেই সেটিকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। আর এই ঘটনার পরই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এর তরফে এই ঘটনার তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে উড়ান সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইন্ডিগো ফ্লাইট 6E-859 যার যাত্রাপথ ছিল দিল্লি থেকে বদোদরা, সেই বিমানটিকে ১৪ জুলাই জয়পুরে অবতরণ করানো হয়। পাইলটের তরফে উড়ানের সময় একটি সতর্কবার্তা আসে। সাবধানতা অবলম্বন করার জন্য বিমানটিকে জয়পুরে নামানো হয়। সেটিকে যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হয় কোনও গোলযোগ রয়েছে কি না। যাত্রীদের অন্য একটি বিমানে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।”