আগামী সোমবার থেকেই সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। আর এই অধিবেশনের আগে সংসদের সচিবালয় তরফ থেকে জানিয়ে দেওয়া হল এবার থেকে সংসদ চত্বরে কোনও ধরনা করা যাবে না । এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে প্রতিবাদ। রাজ্যের শাসক দল তৃণমূল গতকাল অসংসদীয় ভাষার তালিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। এই বিষয় নিয়েও তাদের অবস্থান স্পষ্ট। বাস্তবে এসব করে কেন্দ্রের শাসক দল বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠরোধ করতে চাইছে বলে তারা মনে করেন।