জেলা

এবার পুজোর আগেই উত্তরবঙ্গের রাস্তায় ছুটবে ইলেকট্রিক বাস

এবার পুজোতে উত্তরবঙ্গবাসীদের উপহার দিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সবকিছু ঠিকঠাক থাকলে পুজোর মরশুমের আগেই উত্তরবঙ্গের রাস্তায় ছুটতে দেখা যাবে ইলেকট্রিক বাস । জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম পুজোর আগে উত্তরবঙ্গের রাস্তায় ৫০টি ইলেকট্রিক বাসের পরিষেবা শুরু করতে চলেছে । ওই বাসগুলি নিগমের চারটি ডিভিশনে ভাগ করে দেওয়া হবে । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, “ইলেকট্রিক বাস এলে একদিকে যেমন নিগমের খরচ কমবে তেমনই যাত্রী পরিষেবাতে অনেকটা সহায়ক হবে । পর্যটকদের জন্য আমরা বেশকিছু নতুন রুট চালু করছি । পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যের সঙ্গেও নতুন পরিষেবা চালু করা হবে ।”