গুজরাত দাঙ্গার তদন্ত ঘিরে নতুন করে রাজনৈতিক তরজার সৃষ্টি হল ৷ ২০০২ সালের এই দাঙ্গার তদন্তে থাকা বিশেষ তদন্তকারী দল নিজেদের সাম্প্রতিকতম পর্যবেক্ষণে প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে কাঠগড়ায় তুলেছে ৷ তদন্তকারী দলের দাবি, গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন সোনিয়া গান্ধির এই প্রাক্তন রাজনৈতিক সচিব ৷ গুজরাতে সরকার ফেলে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য ৷ এ ব্যাপারে সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়কেও নাকি কাজে লাগিয়ে ছিলেন ৷ শুধু তাই নয় তিস্তা, শ্রীকুমার থেকে শুরু করে সঞ্জীব ভাটের মতো কয়েকজনকে আহমেদ প্য়াটেল টাকাও দিয়েছেন বলে দাবি সিটের ৷ পালটা আক্রমণ করল কংগ্রেস। তাদের কটাক্ষ, আজকাল মৃতদেরও ছাড় দেওয়া হচ্ছে না। তারা এও বলেছে, আহমেদ প্যাটেলের বিরুদ্ধে অভিযোগ আসলে প্রধানমন্ত্রীর নিজেকে গুজরাট দাঙ্গার দায় থেকে মুক্ত করার পরিকল্পিত কৌশলের অংশ। এক বিবৃতিতে কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা জয়রাম রমেশ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিহিংসার যন্ত্র মৃতদেরও ছেড়ে কথা বলছে না। তদন্তকারী সংস্থাকে হাতের পুতুল করে নেওয়া, তদন্ত চলাকালীন সংবাদমাধ্যমে রায় দিয়ে দেওয়া, এসব মোদি-শাহর অনেক বছরের কৌশল। এটা সেরকমই আর এক উদাহরণ।’