দেশ

উপরাষ্ট্রপতি পদে এনডিএ পদপ্রার্থী জগদীপ ধনকড়

 ‘আনুগত্যের পুরস্কার’ বলে কটাক্ষ তৃণমূলের

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বড় চমক দিল ভারতীয় জনতা পার্টি ৷ আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ’র প্রার্থী হচ্ছেন জগদীপ ধনকড়। শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানান, উপরাষ্ট্রপতি পদে এনডিএ’র প্রার্থী হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।  টুইট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথম টুইটে তিনি ধনকড়কে কৃষক পুত্র হিসেবে উল্লেখ করেছেন ৷ ধনকড়ের আইনি জ্ঞান নিয়েই প্রশংসা করেছেন ৷ দ্বিতীয় টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেনে এনেছেন রাজ্যসভার প্রসঙ্গ ৷ কারণ, উপ রাষ্ট্রপতিই রাজ্যসভায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ৷ মোদি লিখেছেন, সংবিধান নিয়ে জ্ঞান থাকায় ধনকড় নিশ্চয় সেই দায়িত্বও ভালো ভাবে পালন করবেন ৷অন্যদিকে ধনকড়কে এনডিএ-র উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় বিজেপির সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস ৷ দলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘উনি এতদিন ধরে বিজেপির জন্য এত কিছু করলেন, তার পুরস্কার এবার পেতে চলেছেন।’’