বিবিধ

অনুষ্ঠিত হল গ্রীনফিল্ড সিটি ওয়েলফেয়ার কমিটি-র বার্ষিক নির্বাচন

ঈশিতা উপাধ্যায়, কলকাতাঃ দক্ষিণ কলকাতার অন্যতম বৃহত্তম আবাসন গ্রীনফিল্ড সিটি। আজ গ্রীনফিল্ড সিটি ওয়েলফেয়ার কমিটি-র বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হল। বিগত কয়েকবছর ধরেই এই নির্বাচন হয়ে আসছে। প্রতি বছর এই নির্বাচনের মাধ্যমেই সোসাইটির কর্মকর্তা বেছে নেওয়া হয়। তবে এবছর দুটি টিমের মধ্যে এই নির্বাচন হয়। দু’টি টিম মিলিয়ে মোট ২০জন আবাসিক প্রার্থী হিসেবে এ বছর নির্বাচনে দাঁড়িয়েছেন। দিনের শেষে এই নির্বাচনে মোট ভোটের সংখ্যা ৮৭৯ বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ৪৬ একর জমির উপর এই গ্রীনফিল্ড সিটি আবাসনে মোট ৪০৬৬টি ফ্ল্যাট আছে। বর্তমানে প্রায় ২২০০ পরিবার এখানে বসবাস করছেন। এবছরে প্রার্থী তালিকায় ছিলেন-

টিম-এ

প্রেসিডেন্ট প্রার্থী-কর্নেল শ্রীকান্ত তিওয়ারি (প্রাক্তন সেনা)।

ভাইস প্রেসিডেন্ট প্রার্থী-মৈত্রেয়ী চৌধুরী ভদ্র (ইনভেস্টমেন্ট ব্যাংকার – (RBL Bank Ltd) ।
সেক্রেটারী প্রার্থী-শিব শংকর (সোনু) খান্দেলওয়াল (বিজনেস হেড – প্ল্যানেট হোম ইন্টেরিয়র)।
জয়েন্ট সেক্রেটারী প্রার্থী-অনির্বাণ বসু (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)।
ট্রেজারার প্রার্থী-রবি রঞ্জন ত্রিপাঠী(সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও একটি বহুজাতিক কোম্পানির ডেপুটি ম্যানেজার)।
জয়েন্ট ট্রেজারার প্রার্থী-অনুপ কুমার সিং(একটি বহুজাতিক কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার)।
কালচারাল কো-অর্ডিনেটর প্রার্থী-সঞ্চয়ন রায়(ডন বস্কো স্কুলের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান)।
প্যান্ডেল কো-অর্ডিনেটর প্রার্থী-কুন্তল চ্যাটার্জি(রিলায়েন্স জিও-র পশ্চিমবঙ্গের প্রধান)।
রিচুয়াল কো-অর্ডিনেটর প্রার্থী-দেবযানী দত্ত।

গ্রীনফিল্ড সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও GFCWC-র প্রেসিডেন্ট (২০২১-২০২২) তথা বিচারক সৌরভ চন্দ্র জানান বিগত দিনে বিশেষত করোনাকালীন এবং আমফানের সময়ে টিম-এ বিভিন্ন ধরণের কাজ করেছেন। যাতে সঠিক কাজের মান এবং গুণ বিচার হয় সেইজন্যই এই দূ’টি টিম তৈরি হয়েছে। আবাসিকগণ তাঁদের মূল্যবান ভোট দিয়ে সঠিক বিচার করবেন বলেই আশাবাদী তিনি। যদিও ভোটের ফলাফল এখনও জানা যায়নি।

ভিডিও- বিমানেষ রায়।

ভিডিও- বিমানেষ রায়।