রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে নিজের ভোটদানের অধিকার প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ঘোষিত সূচি অনুসারে, সোমবার দেশের প্রত্যেকটি বিধানসভা এবং সংসদে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় ৷ বিভিন্ন দলের নির্বাচিত বিধায়ক ও সাংসদরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন ৷ ভোট দেন ভারতের প্রধানমন্ত্রী তথা বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি ৷ এ দিন সকাল ১০টা থেকে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় ৷ বর্তমানের পাশাপাশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও এদিন তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে সংসদে পৌঁছে যান ৷ তবে, শারীরিক অসুস্থতার কারণে হুইল চেয়ারে সংসদে পৌঁছন তিনি ৷ ভোটদানে তাঁকে সাহায্য করতে সঙ্গে ছিলেন পাঁচ সহযোগী ৷ তাঁদের সহায়তাতেই নিজের ভোট ব্যালট বাক্সে ফেলেন তিনি ৷