দেশ

পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব পেয়েছে কেন্দ্র, মেনে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে পশ্চিমবঙ্গের নাম হোক ‘বাংলা’। বাংলা, ইংরেজি ও হিন্দিতে এই রাজ্যের নাম যথাক্রমে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিমবঙ্গাল। রাজ্য সরকারের আবেদন, সমস্ত ভাষাতেই রাজ্যের নাম হোক একটি। সেই নাম হোক ‘বাংলা’। রাজ্য বিধানসভায় নাম বদলের প্রস্তাব পাশ হয়ে গিয়েছে আগেই। সেই প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। অপেক্ষা অনুমোদনের। এই প্রস্তাবেরই প্রাপ্তি স্বীকার করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সাজদা আহমেদ। প্রশ্নের উত্তরে নিত্যানন্দ রাই প্রাপ্তি স্বীকার করে বলেন, কেন্দ্র গত পাঁচ বছরে সাতটি জায়গার নাম বদলে অনুমতি দিয়েছে। তিনি এও বলেন, হেরিটেজ স্থানের নাম বদলের কোনও নির্দিষ্ট নিয়মাবলী নেই। উল্লেখ্য, রাজ্যের পাঠানো প্রস্তাব এর আগে দু’বার খারিজ করেছিল কেন্দ্র।