মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আরও কড়া হচ্ছে কলকাতা পুলিশ। মঙ্গলবার জারি করা এক নোটিসে বলা হয়েছে, হাই রেডিয়ো ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিমে যে সব পুলিশ অফিসার ও কনস্টেবল ডিউটি করেন, তাঁরা জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। নোটিসে বলা হয়েছে, কেউ এই নির্দেশিকা অমান্য করলে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে রাতে অচেনা আগন্তুক ঢুকে পড়ার পর থেকে কলকাতা পুলিশে বাড়ছে কড়াকড়ি । মুখ্যমন্ত্রী এবং ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা আইপিএস অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুরের পুলিস কমিশনার মনোজ ভার্মাকে। খোলনলচে বদলে দেওয়া হয়েছে কালীঘাটের নিরাপত্তা ব্যবস্থারও। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক পুলিশকর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে সেখানকার নিরাপত্তাকর্মীর সংখ্যা। একই সঙ্গে নবান্নেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছে।