বর্ধমানের পর এবার হাওড়ায় বিষমদ পান করে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা এলাকার গজানন্দ বস্তিতে ৷ সূত্রের দাবি, ওই বস্তিতে বিষমদ পান করে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি অনেকে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েন । তাঁদের মধ্যে কয়েকজন বাড়িতেই থাকলেও অধিকাংশকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ পরিবারের সদস্যদের অভিযোগ, বিষমদ পান করেই তাঁদের মৃত্যু হয়েছে ৷ বস্তিতে বসবাসকারী শ্রমিকরা ঘটনার দিনও সেই চোলাইয়ের ঠেকে মদ্যপান করেছিলেন ৷ মৃতদের পরিবারের অভিযোগ, চোলাইয়ের ঠেকে বিষমদ বিক্রি করা হয়েছে ৷ একই সঙ্গে, পুলিশ-প্রশাসনকে না জানিয়েই কয়েকজনের দেহ সৎকার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ অন্যদিকে হাওড়া সালকিয়া বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত মদ বিক্রেতাকে গ্রেফতার করল মালিপাঁচঘড়া থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত ওই মদ বিক্রেতার নাম প্রতাপ কর্মকার। প্রতাপের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। তবে তাঁরা কী কারণে অসুস্থ হয়েছেন সে ব্যাপারে মুখে কুলুপ এঁটে রয়েছেন হাসপাতাল ও পুলিসও। পুলিশ মদের নমুনা সংগ্রহ করে কেমিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠিয়েছে। যে দোকান থেকে মদ কেনা হয় সেটি চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে কেনার পর কিছু মেশানো হয় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া কমিশনারেটের আধিকারিকরা ৷