একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী এবং নেতাদের বার্তা দিয়েছিলেন, ইডির কর্তারা বাড়িতে এলে তাঁদের মুড়ি দিয়ে অভ্যর্থনা করুন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই দেখা গেল আজ সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । একইসঙ্গে একই দিনে ১৩ টি জায়গায় তারা অভিযান চালাচ্ছে । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও এদিন সকাল পৌনে ছটা নাগাদ তল্লাশি অভিযানে যায় ইডির আধিকারিকরা। এদিন ভোরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। এবার তা নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে এদিন সরব হন তিনি। ফিরহাদ হাকিম বলেন, “যেহেতু গতকাল কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারকে স্বৈরাচারী বলা হয়েছে, ২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির দেশ থেকে বিদায় হবে বলা হয়েছে, তাই আজ থেকেই আবার ইডি সক্রিয় হয়েছে । শুরু হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা ।”