জেলা

নোয়াপাড়া কারশেডে সাপের আতঙ্ক

নোয়াপাড়া কারশেডে সন্ধ্যা নামতেই বার হচ্ছে বিষধর সাপ। রাতেই সাধারণত কাজ হয় কারশেডে। একাধিক পরীক্ষা করা হয় কারশেডে।আর সেই কাজ করতে গিয়েই সাপের ভয়।বিভিন্ন স্টোর থেকে শুরু করে নানা জায়গায় ঘুরছে সাপ। আতঙ্কেই এবার কাল ঘাম ছুটেছে মেট্রো রেলের নোয়াপাড়া কারশেডের কর্মীদের৷ বিশেষ করে রাতের ডিউটি যারা করছেন নোয়াপাড়া কারশেডে তাঁদের। এটি মেট্রো রেলের অন্যতম বড় কারশেড৷ বিস্তীর্ন এলাকা জুড়ে রয়েছে এই কারশেড৷ এখানে একদিকে যেমন রয়েছে একাধিক মেট্রো রেক পরীক্ষা করার ব্যবস্থা। অন্য দিকে আছে রেক দৌড়ানোর ব্যবস্থা৷ রয়েছে মেট্রোর বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষার ব্যবস্থাও৷  আর সেখানেই যদি এভাবে সাপ ঘোরাঘুরি করতে থাকে তাহলে কাজে ব্যাঘাত ঘটবেই৷  কারশেড জুড়ে ভর্তি জঙ্গল, আগাছা।তা পরিষ্কার না করার অভিযোগ কর্মীদের। সাপ ধরার ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছে মেট্রো রেল।