কলকাতা

যথেষ্ট উদ্বেগজনক, এমন কিছু ঘটতে পারে, আমি ভাবতেও পারছি না, পার্থকে মন্ত্রিত্ব ও দল থেকে সরানো হোক, টুইট কুণালের

এদিন টাকা উদ্ধারের পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রাথমিক প্রতিক্রিয়া, এই টাকা উদ্ধারের ছবি অত্যন্ত উদ্বেগজনক । মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা । তিনি কোনও রাখঢাক না করেই বলেছেন, “এমন কিছু ঘটতে পারে, আমি ভাবতেও পারছি না । এই ছবি যথেষ্ট উদ্বেগজনক । আমি একে কোনওমতেই আড়ালের চেষ্টা করব না । এটা কাম্য নয় । এত টাকা এক জায়গায় জমিয়ে রাখা আলিবাবার গল্পে দেখা গিয়েছিল ! এই ছবি আমাদের পক্ষে গর্বের নয়, কলঙ্কের । গোটা পরিস্থিতিটাই অস্বাভাবিক ।”পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন কুণাল ঘোষ ৷ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং অন্য সব দলীয় পদ থেকে দ্রুত সরিয়ে দেওয়ার কথা জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ একটি টুইট করে তিনি লেখেন, “পার্থ চট্টোপাধ্যায়কে এখুনি মন্ত্রিত্ব থেকে সরানো উচিত এবং দলের অন্য সব পদ থেকেও ৷ তাঁকে বহিষ্কার করা উচিত ৷ এই বিবৃতিটি ভুল মনে হলে দল আমাকেও সমস্ত দলীয় পদ থেকে বের করে দিতেই পারে ৷ দলের সেই অধিকার আছে ৷ আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবেই কাজ চালিয়ে যাব ৷ “