কলকাতা

অর্পিতার চিনার পার্কের ফ্ল্যাটে আড়াই ঘণ্টার তল্লাশি শেষে বেরিয়ে যান ইডির আধিকারিকরা

দুই জায়গার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে।এবার নয়াবাদে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে প্রচুর সম্পত্তির হদিশ পেল ইডি৷ বৃহস্পতিবার সেখানে তল্লাশি চালিয়ে ইডির হাতে সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নানা নথি আসে৷ সেই সূত্র ধরে ইডির আধিকারিকরা জানতে পারেন, বীরভূমের শ্যামবাটি পুরসভা এলাকায় অর্পিতার নামে অনেক জমির রয়েছে৷এদিন বিকালে কলকাতার আরও একটি ফ্ল্যাটে তল্লাশিতে যায় ইডি৷ যদিও সেখানে কিছুই পায়নি তারা৷ শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার নামে কলকাতা ও শহরতলি এবং আশেপাশের জেলাতে প্রচুর সম্পত্তি খোঁজ পায় ইডি৷ তারই একটি চিনার পার্কের রয়্যাল রেসিডেন্সি৷ চিনার পার্ক থেকে এগিয়ে নোয়াপাড়া পূর্বাপাড়ার ওই আবাসনের বি ব্লকের চার তলায় রয়েছে অর্পিতার ফ্ল্যাটটি৷ এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা আরও একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে চিনার পার্কে। এবার সেখানেই হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবার কিন্তু তল্লাশি শেষে তড়িঘড়ি অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের ফ্ল্যাট ছাড়লেন ইডির আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের চিনার পার্কের কাছে ন-পাড়া সংলগ্ন বহুতল রয়্যাল রেসিডেন্সির বি ৪০৪ ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। সেখানে চাবির জন্য কিছুক্ষণ অপেক্ষাও করেন। কিন্তু শেষপর্যন্ত চাবি না পাওয়ায় তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, এ দিন আড়াই ঘণ্টার তল্লাশি শেষে চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি পেয়েছেন ইডি আধিকারিকরা। সেখানেই দানা বাঁধতে শুরু করেছে রহস্য। কী নিয়ে বেরিয়ে গেলেন ইডি কর্তারা? এটা নিয়ে জল্পনা তুঙ্গে।