চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ । অভিযুক্ত বাপি কাহিলীকে ২০ বছরের কারাদন্ড-এর সাজা দিল আদালত ৷ শুক্রবার এই রায়ের কথা ঘোষণা করে মেখলিগঞ্জ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট।মেখলিগঞ্জে ২০২০ সালের ২৩ জানুয়ারি এগারো বছরের এক নাবালিকা বাপির দোকানের সামনে বান্ধবীদের সঙ্গে খেলছিল । সেইসময় বাপি ওই নাবালিকাকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার দোকানে ও পরে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে । বাড়ি ফিরে মাকে ঘটনার কথা জানালে, পরিবারের তরফে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা শুরু করে তদন্ত শুরু করে, এরপরই মেখলিগঞ্জ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড জাজ কোর্টে মামলা রুজু হয় । শুক্রবার সমস্ত সাক্ষ্যদান শেষে বাপিকে আদালত দোষী সাব্যস্ত করে । ভারতীয় দণ্ডবিধির পকসো আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী ২০ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন মেখলিগঞ্জ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ শুভেন্দু সাহা ।