দেশ

ফের সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়ের জামিন নাকচ করল আদালত

জামিন পেলেন না সমাজকর্মী তিস্তা সেতলওয়াড় ৷ তাঁর জামিনের আবেদন শনিবার খারিজ করে দিয়েছে আমেদাবাদের সেশন কোর্ট ৷ একই সঙ্গে এদিন জামিন পাননি প্রাক্তন আইপিএস আধিকারিক আরবি শ্রীকুমারও ৷ উল্লেখ্য, ২০০২ গুজরাত দাঙ্গা মামলায় নথি জালিয়াতির অভিযোগে গত ২৫ জুন তাঁদের গ্রেফতার করে গুজরাত পুলিশ ৷ এদিন আমেদাবাদের সেশন কোর্টের অতিরিক্ত মুখ্য বিচারক ডিডি ঠাক্কর তিস্তা সেতলওয়াড় ও আরবি শ্রীকুমারের জামিনের আবেদন খারিজ করে দেন ৷ ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ ও ১৯৪ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে গুজরাত পুলিশ ৷ গুজরাত পুলিশের বিশেষ তদন্তকারী দল আগেই দাবি করেছে, প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল নরেন্দ্র মোদি সরকারকে অস্বস্তিতে ফেলতে গুজরাত হিংসা নিয়ে চক্রান্ত করেছিলেন এবং সেই চক্রান্তের অংশ ছিলেন তিস্তা ও আরবি শ্রীকুমার ৷