জেলা

হাওড়ায় ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা, পাঁচলা থানায় চলছে গণনা

কোটি কোটি টাকা উদ্ধারে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই হাওড়ায় কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। শনিবার বিকেলে কোলাঘাটমুখী ওই  গাড়িটিকে আটক করে পুলিস। গাড়িতে তল্লাশি চালাতেই মেলে লক্ষ লক্ষ টাকার বাণ্ডিল। উদ্ধার হওয়া টাকা গোনার জন্য আনা হচ্ছে মেশিন। উদ্ধার হওয়া কালো রঙের সেই এসইউভি গাড়ির নম্বর হল, জেএইচ ০৯ একিউ ০০১৬। পুলিস সূত্রের খবর, ১৬ নং জাতীয় সড়কের রানিহাটি মোড় থেকে ঝাড়খন্ডের জামতাড়ার বিধায়কের বোর্ড লাগানো ওই গাড়িটি  কোলাঘাটের দিকে যাচ্ছিল। সেই সময়েই গাড়িটিকে ঘিরে নেয় পুলিশ। চালানো হয় তল্লাশি। উদ্ধার হয় কয়েক লক্ষ

টাকা। ওই গাড়িতে ছিলেন ইরফান আনসারি-সহ ঝাড়খন্ডের ৩ বিধায়ক। যদিও ওই বিধায়ক গাড়িতে রয়েছে কি না তা জানা যায়নি।  তাঁদের ইতিমধ্যেই পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওই বিপুল পরিমানের টাকা কার? কোথা থেকেই বা এসেছে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রে খবর, জামতাড়ার বিধায়ক বোর্ড লাগানো কালো রঙের গাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। গাড়ির ডিকিতে বাণ্ডিল-বাণ্ডিল টাকা ছিল। প্রতিটি বাণ্ডিলেই ৫০০ টাকার নোট। ওই টাকা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা স্পষ্ট

নয়। কোনও কাগজপত্রও ছিল না। তবে টাকা বোঝাই গাড়িটি ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন হাওড়ার গ্রামীণ পুলিশ সুপার। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়েই গাড়িটি আটক করা হয়। তারপর গাড়িতে তল্লাশি চালাতেই বিপুল টাকার হদিশ মেলে। ওই টাকার উৎস জানতে ৩ কংগ্রেস বিধায়ককে আটক করে পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা ওই গাড়িতেই ছিলেন। এছাড়া চালক সহ মোট ৫ জন গাড়িতে ছিলেন। এই টাকার উৎস জানতে প্রথমে আটক করে বিধায়কদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷ গাড়িটি আটক করে পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়েছে । বিপুল পরিমাণ টাকার অঙ্ক জানতে পাঁচলা থানায় টাকা গোনার মেশিন আনা হয়েছে।