গত শনিবার প্রায় ৪৯ লক্ষ টাকা নিয়ে হাওড়া পুলিশের হাতে ধরা পড়ে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। দল থেকে তাঁদের সাসপেন্ড করা হয়। এরপরই তিন বিধায়ক সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার প্রায় ৪৯ লক্ষ টাকা নিয়ে হাওড়া পুলিশের হাতে ধরা পড়ে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক ইরফান আনসারি, রাজেশ কশ্যপ এবং নমন বিকশল কোঙ্গারি। এই নিয়ে বিতর্ক ছড়াতেই রবিবার তিন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে কংগ্রেস। সাসপেন্ড করা হয় তিন বিধায়ককে। এরপরই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। একইসঙ্গে তাঁদের দুই সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়। তবে কোথা থেকে এত টাকা এল, কার নির্দেশে কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্তে নেমেছে সিআইডি। যদিও কংগ্রেসের দাবি, ঝাড়খণ্ডে সরকার ভাঙতে ওই টাকা ব্যবহার করছিল বিজেপি। এই ঘটনার তদন্তে মঙ্গলবার কলকাতায় তল্লাশি চালায় সিআইডি। বিকানের বিল্ডিংয়ে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ টাকা মিলেছে বলে সিআইডি সূত্রে খবর। এদিন সেই কারবারির দপ্তরে তালা ভেঙে অফিসে ঢুকে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে ৩ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করেছে তারা। মিলেছে ২২৫টি রুপোর কয়েনও। এছাড়াও প্রচুর হার্ড ডিস্ক এবং নথিও উদ্ধার হয়েছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর কাছ থেকে ঝাড়খণ্ডের ওই কংগ্রেস বিধায়কদের কাছে টাকা গিয়েছিল। বিকানের ওই বিল্ডিং থেকেই গিয়েছিল টাকা। বর্তমানে পলাতক ওই ব্যবসায়ী। এর সঙ্গে হাওয়ালা-যোগ রয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা।