কলকাতা

কলকাতা পুলিশে বড় রদবদল

বুধবার রাতে বেশ কিছু রদবদল করা হল কলকাতা পুলিশে। সবমিলিয়ে এদিন মোট ১১ জন আইপিএস অফিসারের পদে রদবদল করা হয়েছে। আইপিএস নিশান্ত পারভেজকে এসটিএফের নতুন আইজি করা হয়েছে। তিনি ছিলেন আইজি ট্রাফিক নর্থবেঙ্গল। অজয় মুকুন্দ রানাডেকে সশস্ত্রবাহিনীর এডিজি পদে আনা হয়েছে। সোমা দাস মিত্র হলেন নতুন ডিআইজি সিআইডি। অনিল শ্রীনিবাস রাজ্য বিদ্যুৎ নিগমের নতুন সিকিউরিটি ও ভিজিলেন্স উপদেষ্টা পদে এলেন। অবধেশ পাঠক যাদবপুর ডিভিশনের ডিসি এসএসডি থেকে হলেন এসপি ট্রাফিক নর্থবেঙ্গল। কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল সূর্যপ্রতাপ যাদব হলেন যাদবপুর ডিভিশনেরই নতুন ডিসি এসএসডি। কুমার গৌমতকে করা হল রাজ্য পুলিশের এসএস আইবি। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি সদর অংশুমান সাহা কোচবিহারের নারায়নী ব্যাটেলিয়নের সিও হলেন। কলকাতা পুলিশের নতুন ডিসি ডিডি স্পেশাল হলেন অরিস বিলাল। এছাড়াও আরও দুই আইপিএস অফিসারকে নতুন পদে নিয়োগ করা হয়েছে।