বিদেশ

ভারতের চাপের জের! চিনা গুপ্তচর জাহাজ ইউয়ান ওয়াং ৫-এ আপত্তি শ্রীলঙ্কার

চিনের জাহাজ ইউয়ান ওয়াং ৫-কে নিজেদের বন্দরে ভিড়তে দিতে চায় না শ্রীলঙ্কা ৷ সূত্রের খবর, আগামী সপ্তাহে চিনের ইউয়ান ওয়াং ৫ নামক জাহাজটির শ্রীলঙ্কার হামবানতোতা বন্দরে ভেড়ার কথা ছিল ৷ বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে এই চিনা জাহাজটিকে ‘গুপ্তচর জাহাজ’ হিসেবেই দাবি করা হচ্ছে ৷ মনে করা হচ্ছিল চিনের এই জাহাজ শ্রীলঙ্কার এই বন্দরে ভিড়লে সেখান থেকে ভারতের উপর নজরদারি চালাতে পারে সেটি ৷ আন্তর্জাতিক সংবাদসংস্থা এএফপি’র রিপোর্ট অনুযায়ী, ভারতের তরফে বিষয়টি নিয়ে আপত্তি জানান হয়েছিল শ্রীলঙ্কার রনিল বিক্রমাসিঙ্ঘে সরকারের কাছে ৷ এরপরেই ভারতের প্রতিবেশী এই দেশটি ইউয়ান ওয়াং ৫ এর এই সফর আপাতত বন্ধ রাখার বার্তা পাঠিয়েছে চিনকে ৷ অনির্দিষ্টকালের জন্য এটি স্থগিত করার কথা বলা হয়েছে ৷ বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে, চিন তাদের এই জাহাজকে সার্ভে ভেসেল বলে দাবি করলেও আদতে এর মাধ্যমে মহাকাশে কৃত্রিম উপগ্রহের উপর নজরদারি চালানো সম্ভব ৷ এমনকি ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইলও এই জাহাজ থেকে উৎক্ষেপণ করা সম্ভব ৷ ফলে বেজিং তাদের এই জাহাজের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার কাজে নজরদারি চালাতে পারে বলে আশঙ্কা নয়াদিল্লির ৷