রাজস্থানের মন্দির মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার সকালে পুজো দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত তিনজনের। আহত বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। দুর্ঘটনা ঘিরে তুমুল আতঙ্ক ছড়িয়েছে মন্দির চত্বরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, সোমবার পুজো দেওয়ার জন্য ভোর থেকে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। রাজস্থানের শিকার জেলায় খাটু শ্যামজির মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছিল ভোর ৫টা নাগাদ। তখন থেকেই হুড়োহুড়ি পড়ে যায় মন্দিরে ঢুকে পুজো দেওয়ার জন্য। আর ঠিক সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ মহিলা পুণ্যার্থীর। পুলিশের অনুমান, হতাহতের সংখ্যা আরও বাড়বে।