দেশ

বিচারক দোষী সাব্যস্ত করতেই এজলাস থেকে ‘পলাতক’ যোগীর মন্ত্রী রাকেশ সাচান

বিচারকের রায়ে দোষী সাব্যস্ত হয়েই আদালত থেকে ‘পালালেন’ উত্তরপ্রদেশের ক্ষুদ্র শিল্পমন্ত্রী এবং ভোগনিপুরের বিধায়ক রাকেশ সাচান। জানা গেছে, গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন সাচান। তার আগে তিনি ছিলেন সমাজবাদি পার্টিতে সেখান থেকে যোগ দেন কংগ্রেসে। ১৯৯১ সালের একটি অস্ত্র রাখার মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে কানপুরের আদালত। কিন্তু সাজা শোনার আগেই তিনি পালিয়ে যান বলে অভিযোগ। যদিও পলায়নের কথা অস্বীকার করেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, আজই যে সাজা ঘোষণা হবে তা তিনি জানতেন না। তাই পূর্বঘোষিত কর্মসূচি থাকায় তিনি আদালতকক্ষ থেকে বের হয়ে যান। তার দাবির স্বপক্ষে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। কানপুর পুলিশ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছে। যদিও পুলিশ এ ব্যাপারে তদন্তে নেমেছে কি না তা স্পষ্ট নয়।