কলকাতা

এসএসসি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ‘সদর্থক’, তবে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে

সোমবার বিকাশ ভবনে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন এসএসসি আন্দোলনকারীদের অন্যতম মুখ শহিদুল্লা। তিনি বলেন, “আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে এদিন পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আমারা ৮জন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলাম। মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের সদর্থক আলোচনা হয়েছে। মেধাতালিকাভুক্ত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রার্থীদের সমস্ত কিছু খতিয়ে দেখে দ্রুত নিয়োগের ব্যবস্থা করার বিষয়ে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।” তাহলে কি আপনারা আন্দোলন তুলে নিচ্ছেন? এ প্রশ্নের উত্তরে শহিদুল্লা জানান, “নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান চলবে।” কোনও আইনি জটিলতা কি নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে? শহিদুল্লার সাফ জবাব, “আমাদের নিয়োগের ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই।” এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “সরকারিভাবে প্রথমবার এই বৈঠক হয়েছে। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। আমরা এ বিষয়ে আন্তরিক। তবে আইনি দিক খতিয়ে দেখে সমস্ত ব্যবস্থা করা হবে। সবকিছু আমাদের হাতে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সরকার ও মুখ্যমন্ত্রীর চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতি আছে। আমাদের দিক থেকে যতটা সম্ভব করা হবে। নতুন করে পোস্ট বাড়াতে হলে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার অনুমতি লাগবে।”