দেশ

ভারত-মায়নমার সীমান্তে অসম রাইফেলসের ৩টি ক্যাম্পে জঙ্গি হামলা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর-পূর্বের ভারত-মায়নমার সীমান্তে অসম রাইফেলসের তিনটি ক্যাম্পে হামলা চালিয়েছে NSCN-IM ও ULFA-I জঙ্গিরা৷ মঙ্গলবারের এই হামলার পর অরুণাচল ও নাগাল্যান্ড সীমানায় জঙ্গিদের সঙ্গে তীব্র গুলিবিনিময় বাঁধে নিরাপত্তা রক্ষীদের ৷ প্রাথমিক ভাবে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশের চাংলাং জেলার পানচুপাস এলাকায় একটি নতুন ক্যাম্প করেছে অসম রাইফেলস ৷ মঙ্গলবার ভোর রাতে সেই শিবিরে হামলা চালায় এনএসসিএন-আইএম ও আলফা-আই জঙ্গিরা ৷ অরুণাচলে নাকানো এলাকার ক্যাম্পেও হামলা চালায় জঙ্গিরা ৷ ওই একই সময়ে একদল জঙ্গি আবার নাগাল্যান্ডের চেরামোকা এলাকার ক্যাম্পে হামলা চালায় ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, মর্টার নিয়ে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷ তখনই পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন জওয়ানরা ৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷