সোমবার চিকিৎসার জন্য এসএসকেএম গিয়েছিলেন ৷ সেই কারণে সিবিআই-এর সমন থাকা সত্বেও হাজিরা দিতে পারেননি বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তবে বুধবার ফের গরু পাচার কাণ্ডে তাঁকে তলব করল সিবিআই । জানা গিয়েছে, নোটিশ মারফত অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে, বেলা 11টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে আসতে হবে । যদিও অনুব্রত মণ্ডল বুধবার কী করবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত তাঁর আইনজীবীর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ গরু পাচার কাণ্ডে সোমবার নিজাম প্যালেসে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কিন্তু নিজের শারীরিক পরীক্ষার জন্য সে দিন এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত মণ্ডল । সকাল এগারোটা নাগাদ চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়েন তিনি । এরপর বেলা বারোটা নাগাদ তাঁকে দেখা যায় এসএসকেএম হাসপাতালে । সেখানে তিনি তাঁর মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন । জেনারেল ফিজিশিয়ান-সহ কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন । কিন্তু তাঁকে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন এখনই নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালের তরফে । এরপর তিনি এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে চিনার পার্কের ফ্ল্যাটে যান এবং সেখান থেকে বীরভূমের উদ্দেশে রওনা হন ।এরপরেই দেখা যায় বাইক চালিয়ে সিবিআই-এর এক আধিকারিক অনুব্রত মণ্ডলের চিনার পার্কের ফ্ল্যাটে আসেন । অনুব্রত মণ্ডল কখন চিনার পার্কের ফ্ল্যাটে এসেছিলেন এবং কখন বেরিয়েছিলেন সেই সময় জেনে ওই আধিকারিক সেখান থেকে বেরিয়ে যান । এরপর দেখা যায়, আজ সকালে ফের অনুব্রত মণ্ডলকে আগামিকাল, বুধবার নিজাম প্যালেসে আসার জন্য নোটিশ পাঠানো হয়েছে ।