দেশ

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সামিল হলেন সস্ত্রীক অমিত শাহ

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত নাগরিকদের নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে উৎসাহ দিচ্ছে কেন্দ্রীয় সরকার । বেশ কয়েক দিন ধরে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কি অমৃত মহোৎসব’ । এই কর্মকাণ্ডেই সপরিবার সামিল হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে সামিল হলেন তিনি। স্ত্রী সোনাল শাহের সঙ্গে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি । কর্মসূচির সূচনা করে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ” জাতীয় পতাকায় শুধু যে তিনটি রং মিশে আছে তা নয় । এই পতাকায় আমাদের গৌরবময় অতীতের প্রতিফলন হয় । বর্তমান সময়ের প্রতি আমাদের দায়বদ্ধতাও ধরা পড়ে । পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে আমাদের যে স্বপ্ন আছে তাও ধরা পড়ে জাতীয় পতাকায় ।” একইসঙ্গে যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে ১৩ থেকে ১৫ অগস্ট পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে বিশেষ যাত্রার আয়োজন করা হচ্ছে তা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী । তাঁর মতে এই কর্মকাণ্ডে দেশের সমস্ত ধর্মের ও বর্ণের মানুষ অংশ নিচ্ছেন । এটাই ভারতের নাগরিকদের সচেতন হওয়ার প্রমাণ।