বিদেশ

পাকিস্তানে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে মৃত ২০

ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে। বাসের সঙ্গে একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২০জন। আহত আরও ১০। এদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর। আহতদের মুলতানের নিস্তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। দুর্ঘটনার খবর দিতে গিয়ে স্থানীয় প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, লাহোর , থেকে একটি বাস করাচি যাচ্ছিল। মুলতানের ওপর দিয়ে যাওয়ার সময় বাসটি উল্টোদিক থেকে আসা একটি ট্যাঙ্কারকে ধাক্কা মারলে বাসটিতে আগুন লেগে যায়। ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন। এদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। দেহ চিহ্নিত করতে তাদের পরিবারের সদস্যদের থেকে ডিএনএ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেহ শনাক্তকরণের পর সংশ্লিষ্টের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ট্যাঙ্কারের ধাক্কায় যাত্রীবোঝাই বাসটি জ্বলন্ত অবস্থায় কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। পাক-পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। হতাহতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য প্রশাসনকে তদারকির নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যায় যাত্রীদের পরিবারের সদস্যরা।