সিবিআই হেফাজতে থাকা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সাফ জানিয়ে দিলেন, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল টেট পাশ করেছে। আছে সার্টিফিকেটও। সেই সঙ্গে জানালেন দলও তাঁর সঙ্গে তাঁর পাশে আছে। বৃহস্পতিবার কলকাতার নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে মেডিকেল চেকআপের জন্য বার করা হয়েছিল। সেই সময় রাস্তাতেই সিবিআইয়ের গাড়িতে বসে থাকা অবস্থাতেই অনুব্রত এই বিস্ফোরক দাবি করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, হাইকোর্ট তাঁর মেয়েকে কোনও জেরা করার জন্য ডাকেনি। ডেকেছে নথি জমা দেওয়ার জন্য। আর সেই নথি জমা দিতেই এদিন সুকন্যা বোলপুর থেকে আসছেন কলকাতায়। হাইকোর্টে গিয়ে প্রয়োজনীয় নথিও তিনি জমা দেবেন। সিবিআই গরুপাচার কাণ্ডে গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলকে। সেই সূত্রেই তাঁকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়েছিল। সেখানেই আদালতে জানিয়ে দিয়েছিল প্রতি ৪৮ ঘন্টা অন্তর তাঁকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। সেই সূত্রেই বৃহস্পতিবার কলকাতার নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে বার করেন সিবিআই আধিকারিকেরা। সেখান থেকে তাঁকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আলিপুরের কম্যান্ড হাসপাতালে। সেখানে যাওয়ার পথেই অনুব্রত সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। সিবিআইয়ের হাতে গ্রেফতারির পরে এই প্রথম এদিন মুখ খুললেন সংবাদমাধ্যমের কাছে। সেই সময়ই তিনি জানান, ‘মেয়ের সঙ্গে কথা হয়েছে। মেয়ে ভাল আছে। আমার মেয়ে টেট পাশ করেছে। সার্টিফিকেটও আছে। মেয়েকে নিয়ে আমি চিন্তিত নই। আদালত ওকে তলব করেনি, নথি জমা দিতে বলেছে।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘দল আর দিদি পাশে আছে। কেন থাকবে না? আমি ভুল তো কিছু করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী তিনি তো পাশে দাঁড়াবেনই। শরীর ইদানিংকালে খুব একটা ভাল যাচ্ছে না।’