জেলা

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সস্ত্রীক আত্মসমর্পণ করলেন কেএলও নেতা কৈলাস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে মূলস্রোতে ফেরায় শামিল। আত্মসমর্পণ করে জানিয়ে দিলেন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নেতা কৈলাস কোচ। বৃহস্পতিবার বিকেলে তাঁকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেখানেই স্ত্রী এবং শিশুসন্তানকে নিয়ে আত্মসমর্পণ করার ঘোষণা করেন কৈলাস। বৃহস্পতিবার ভবানীভবনে সাংবাদিক বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি মালব্য। তিনি বলেন, ‘‘আজ খুব বড় দিন। আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা উনি। স্ত্রীর সঙ্গে নিজে এসে আত্মসমর্পণ করেছেন। সমর্পণ করেছেন হাতে থাকা একে ৪৭ অস্ত্র।’’ এর পর নিজের সিদ্ধান্তের কথা জানান কৈলাস। তিনি বলেন, ‘‘আমি কৈলাস কোচ। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এসেছি। মাননীয়া মুখ্যমন্ত্রী কামতাপুরবাসীর উন্নয়নে যে পদক্ষেপ করেছেন, সেই ধারাকে অব্যাহত রেখে, ওঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমি এবং আমার স্ত্রী সাধারণ জীবনে ফেরার জন্য, সমাজের মূলস্রোতে ফিরে এলাম। আজ আত্মসমর্পণ করলাম আমরা।’’ বৃহস্পতিবার ভবানীভবনে সাংবাদিক বৈঠকে করেন রাজ্য পুলিশের ডিজি মালব্য। তিনি বলেন, ‘‘আজ খুব বড় দিন। আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা উনি। স্ত্রীর সঙ্গে নিজে এসে আত্মসমর্পণ করেছেন। সমর্পণ করেছেন হাতে থাকা একে ৪৭ অস্ত্র।’’এর পর নিজের সিদ্ধান্তের কথা জানান কৈলাস। তিনি বলেন, ‘‘আমি কৈলাস কোচ। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এসেছি। মাননীয়া মুখ্যমন্ত্রী কামতাপুরবাসীর উন্নয়নে যে পদক্ষেপ করেছেন, সেই ধারাকে অব্যাহত রেখে, ওঁর প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমি এবং আমার স্ত্রী সাধারণ জীবনে ফেরার জন্য, সমাজের মূলস্রোতে ফিরে এলাম। আজ আত্মসমর্পণ করলাম আমরা।’’