দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা ৷ জাতীয় রাজধানীর আবগারি নীতিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় এই সিবিআই হানা বলে জানা গিয়েছে ৷ তবে, শুধু মণীশ সিসোদিয়া নন ৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি সহ মোট ২০টি জায়গায় এ দিন সকালে সিবিআই এর আধিকারিকরা অভিযান চালিয়েছেন ৷ যা নিয়ে খোদ মণীশ সিসোদিয়া টুইটে নাম না করে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন ৷ সেই সঙ্গে অভিযোগ করেছেন, দিল্লির শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রের সমস্যা হচ্ছে ৷ এ দিন সকালে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি-সহ মোট ২০টি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ মূলত গত বছর নভেম্বর মাসে দায়ের হওয়া আবগারি দুর্নীতি মামলার তদন্তে এই অভিযান বলে জানা গিয়েছে ৷ তবে, পুরো বিষয়টিকে দিল্লির আপ সরকারের জনকল্যাণমূলক কাজকর্ম বন্ধ করার জন্য কেন্দ্রের চক্রান্ত বলে অভিযোগ করেছেন মণীশ সিসোদিয়া ৷ এ নিয়ে তিনি পরপর ৩টি টুইট করেছেন ৷ টুইটে মণীশ লেখেন, ‘‘সিবিআই এসেছে ৷ তাঁদের স্বাগত জানাই ৷ আমরা পুরোপুরি সৎ ৷ লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যৎ তৈরি করছি ৷ এটা খুবই দুঃখজনক যে, আমাদের দেশে যাঁরা ভালো কাজ করে, তাঁদের এইভাবে বিরক্ত করা হয় ৷ এই কারণেই আমাদের দেশ এখনও 1 নম্বর হতে পারেনি ৷’’