ভারতীয় ফুটবল সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্তমান প্রশাসনিক প্যানেল (কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন) ভেঙে দিল সুপ্রিম কোর্ট। বিচারতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ ওই প্রশাসনিক প্যানেল বাতিল করে দিয়েছেন। ডিভিশন বেঞ্চ বলেছে, অবিলম্বে ভারতীয় ফুটবল ফেডারেশনকে আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন করাতে হবে। তৈরি করতে হবে নতুন প্রসাশনিক প্যানেল। নির্বাচনের রিটার্নিং অফিসার কারা হবেন, সেটাও জানিয়ে দিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচনের জন্য় রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে উমেশ সিনহা এবং তাপস বন্দ্যোপাধ্যায়কে। ক্রীড়ামহলের মতে, আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কড়া সিদ্ধান্তের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কেন্দ্র সরকারের আবেদন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নতুন প্রশাসনিক প্যানেল হবে ২৩ জনের। এই ২৩ জনের মধ্য়ে সভাপতি, সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ সহ ১৭জনকে নির্বাচনের মধ্য দিয়ে ওই পদে বহাল হতে হবে। নির্বাচনে অংশ নেবে সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের ৩৬টি সংগঠন। প্যানেলের বাকি ছয়টি পদে ফুটবলার নিয়োগ করতে হবে। অনেকে আশা করছে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে ফিফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের চিন্তাভাবনা করতে পারে। কেন্দ্র সম্প্রতি সুপ্রিম কোর্টকে জানায়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্তমান যে প্রশাসনিক প্যানেল রয়েছে, তা ভেঙে দিয়ে নতুন করে প্রশাসনিক প্যানেল তৈরি করা হোক। কেন এই আর্জি, তার ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টকে বলা হয়, ফিফা ভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে যে পদক্ষেপ করেছে, তা মূলে রয়েছে সংগঠনের বর্তমান প্রশাসনিক প্যানেল নিয়ে তাদের আপত্তি। কারণ, প্রশাসনিক প্যানলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ রয়েছে।