সমকামিতা বৈধ হল সিঙ্গাপুরে। খবুই বড় সামাজিক পদক্ষেপ সন্দেহ নেই। সিঙ্গাপুরের রাষ্ট্রীয় টেলিভিশনে সে দেশের এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। সমকামিতা নিষিদ্ধের আইন বাতিল করার ফলে সিঙ্গাপুরে সমকামিতা এবার বৈধতা পেতে চলেছে। দীর্ঘ বিতর্কের পরে এ ঘোষণা করা হল। অনেক লড়াই ও সঙ্কল্পের পরে করতে পারা এই দেশীয় পদক্ষেপকে একহিসেবে ‘মানবতার জয়’ হিসেবেই দেখছেন সিঙ্গাপুরের এলজিবিটির কর্মীরা। তাঁরা দেশের প্রশাসনের এই সিদ্ধান্তের যথেষ্ট প্রশংসাও করেছেন। রক্ষণশীল মূল্যবোধের জন্য বরাবর পরিচিত সিঙ্গাপুর। সমকামিতা নিষিদ্ধ করে সেখানে ঔপনিবেশিক যুগে ৩৭৭এ আইন প্রণয়ন করা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে আইনটি বাতিলের জন্য অনেকেই ডাক দিয়েছেন।