দেশের ক্রিকেটের স্বর্গরাজ্য কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আবারও ফিরছে লেজার শো। আর এই কর্মকাণ্ডের জন্য যার মাথা ও সিদ্ধান্ত কাজ করছে তিনি হলেন বিসিসিআই চিফ সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে ২০২৩ সালের বিশ্বকাপের আগেই আগামী বছরের আইপিএল – এর সময়েই ইডেন্স গার্ডেন্সের দর্শকরা ম্যাচের বিরতিতে এই লেজার শো উপভোগ করতে পারবেন। ২০২৩ সালে মানে আগামী বছর অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। আর সেই ক্রীড়াযজ্ঞের হাত ধরে কলকাতার বুকেও ২-১টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সের বুকে। সেই সময়েই ম্যাচের বিরতিকালে দর্শকদের দেখানো হবে লেজার শো। এর আগে ১৯৯৬ সালের বিশ্বকাপের সময়ে ইডেন গার্ডেন্সে এই লেজার শো শেষবার মতো দেখানো হয়েছিল। এবার সৌরভের হাত ধরেই কলকাতায় ইডেন গার্ডেন্সের বুকে ফিরছে সেই লেজার শো। জানা গিয়েছে, ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তুলছে ক্রিকেট অ্যাসোশেসিয়ান অফ বেঙ্গল বা সিএবি। সৌরভের পরামর্শে সিএবি ৯ কোটি টাকা খরচ করে ইডেন গার্ডেন্সের বাতিস্তম্ভের আলো বদলে দিতে চলেছে। পুরাতন সাদা বাল্ব বদলে ফেলে লাগানো হচ্ছে এলইডি বাল্ব। কেননা এখন যে আলো ইডেন্স গার্ডেন্সের ফ্লাডলাইটে রয়েছে তা একবার নিভে গেলে জ্বলতে অনেকটা সময় লাগে। তাই ওই বাতিস্তম্ভের আলো জ্বালিয়ে রেখে লেজার শো ভাল করে দেখানো যায় না। কিন্তু সৌরভ এই লেজার শোকেই ২০২৩ এর বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হিসাবে তুলে ধরতে চাইছেন। আর তাই বদলে ফেলা হচ্ছে ইডেনের আলো। একই সঙ্গে ইডেন্স গার্ডের গ্যালারিতে বসছে বাকেট চেয়ার। পুজোর আগেই এই দুটি বদলের কাজ শেষ করে ফেলা হবে বলে সিএবি সূত্রে জানা গিয়েছে। পুজোর পরে রাতের বেলা ফ্লাড লাইট নিভিয়ে লেজার শো করতে কোনও অসুবিধা হবে কিনা, তা পরীক্ষা করে দেখবে সিএবি।