নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচনে ঠিক মতো আমন্ত্রণ জানানো হয়নি বলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ইন্ডিয়া গেটে বৃহস্পতিবার নেতাজির মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের এক অধস্তন সচিবকে দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। যা অপমানজনক বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের নেতা কর্মীদের নিয়ে বিশেষ সমাবেশে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য দেওয়ার সময় দিল্লির আমন্ত্রণ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লির অনুষ্ঠানে আমাদের ঠিক করে আমন্ত্রণ পর্যন্ত জানায়নি। আন্ডার সেক্রেটারির নামে একটা চিঠি এসেছে। এটা তো অপমান। অন্তত একজন মন্ত্রীর নামে চিঠি দিতে পারত। আমরা যেন চাকর-বাকর। ওদের আগেই আমি নেতাজির মূর্তিতে মাল্যদান করে এলাম। দিল্লির অনুষ্ঠান আমি বাংলায় উদ্বোধন করে এলাম।’ কেন্দ্রের তরফে পাঠানো সেই চিঠির জবাব ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবের তরফে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।