নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ জঙ্গি ৷ সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ভেস বাতপোরায় ৷ ওই জঙ্গির নাম আবু হুররারাহ ৷ জইশ-ই-মহম্মদের সদস্য ওই জঙ্গি পাকিস্তানের বাসিন্দা বলে জানিয়েছে জম্মু এবং কাশ্মীর পুলিশ ৷ একটি একে সিরিজ রাইফেল, একটি পিস্তল, একাধিক গ্রেনেড এবং অন্য বিস্ফোরক পদার্থ ওই জঙ্গির কাছ থেকে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের এডিজিপি ৷ এনকাউন্টারে দু’জন নাগরিক এবং এক আধিকারিকও জখম হয়েছেন ৷