দেশের শাসক দল বিজেপি দেশে একটি ভাষা, একটি ধর্ম, একই ধরনের খাদ্যাভাস এবং সংস্কৃতি চাপিয়ে দিতে চাইছে বলে আজ অভিযোগ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। হিন্দিকে সরকারি কাজের প্রধান মাধ্যম হিসেবে তুলে ধরার চেষ্টাকে তীব্র ভাষায় সমালোচনা করেন করুণানিধি-পুত্র। পাশাপাশি, কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, অন্য আঞ্চলিক ভাষাগুলিকে সরিয়ে হিন্দি চাপানোর চেষ্টা হলে তার ফল ভাল হবে না। তাঁর মতে, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু দিন আগেই সংসদীয় কমিটির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে সরকারি ভাষা সংক্রান্ত একটি রিপোর্ট তুলে দেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে স্ট্যালিন জানান, ওই রিপোর্টে দেশের সব আইআইটি, আইআইএম এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের প্রধান মাধ্যম হিসাবে হিন্দিকে ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে।