কলকাতা

‘কোর্ট খেলার জায়গা নয়’, সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি খারিজ, হাইকোর্টে ধাক্কা খেল ইডি

আসানসোল আদালতের পর কলকাতা হাইকোর্টেও ধাক্কা খেল ইডি। সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার ব্যাপারে ইডি-র আবেন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের রায়-ই বহাল রাখলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একইসঙ্গে বিচারপতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে স্পষ্টত জানিয়ে দেন, “কোর্ট খেলার জায়গা নয়। একই ইস্যু নিয়ে একবার দিল্লি কোর্ট বিচার করবে, আবার সেটা নিয়ে কলকাতা কোর্ট বিচার করবে, এটা হবে না।”  জানা গিয়েছে, গোরু পাচার মামলায় জেলবন্দী সায়গল হোসেনকে করেছে ইডি। জেরা করার জন্য ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দীর্ঘ সময় ধরে এই বিষয়ে সওয়াল-জবাব চলে। অবশেষে ইডি-র আবেদন খারিজ করে দেন বিচারপতি। রীতিমতো ভর্ৎসনার সুরে বিচারপতি বলেন, “কোর্ট খেলার জায়গা নয়। একই ইস্যু নিয়ে একবার দিল্লি কোর্ট বিচার করবে, আবার সেটা নিয়ে কলকাতা কোর্ট বিচার করবে, এটা হবে না।” একইসঙ্গে বিচারপতির প্রশ্ন, “৯ সেপ্টেম্বর দিল্লি কোর্ট আবেদন খারিজ করে দিল, তারপরে আর সেখানে কেন আবেদন করা হল না?”