হিজাব বিরোধী বিক্ষোভের মাঝেই ইরানের কুখ্যাত এভিন জেলে চলল বিক্ষোভ। বিক্ষোভকারীদের থামাতে গেলে নিরাপত্তারক্ষীরা গুলি চালালে পরিস্থিত আরও তপ্ত হয়ে ওঠে। তারা জেলে আগুন লাগিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনার ছবি, যা দেখে সকলেই শিউরে উঠছে। কারা কর্তৃপক্ষের বিবৃতি উদ্ধৃত করে রবিবার সকালে ইরানের সরকারি প্রচারমাধ্যম ইরনার তরফ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এই ঘটনায় ৮জন আহত হয়েছেন। হিজাব-বিরোধী আন্দোলনের জেরে এমনিতেই তপ্ত ইরান। এই ঘটনা সেই বিক্ষোভের আগুনে ঘি ঢালবে বলেই মনে করা হচ্ছে। ঘটনায় জড়িতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই হিজাব বিরোধী বলেই মনে করা হচ্ছে।