জেলা

রায়দিঘীর পুকুরে কুমীর, এলাকায় চাঞ্চল্য

পুকুর কচুরিপানাতে ভরে আছে। বেশ কিছু মাছ রয়েছে। আর সেই পুকুরেই কিনা দেখা মিলেছে বিশালাকার কুমীরের। রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘীর কঙ্কনদিঘিতে সেই কুমীর দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। গ্রামের বাসিন্দারা বন দফতরের খবর দিলে কর্মীরা এসে আস্ত কুমীরটিকে নিয়ে যায়। পরে তাঁকে ঠাকুরানি খালে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সুন্দরবন এলাকা থেকে প্রথমে বিদ্যাধরী ও পরে মণি নদী ধরে ওই কুমীরটি কোনও ভাবে কঙ্কণদিঘী এলাকায় চলে আসে। তারপর রাতের আঁধারে সে নদী থেকে উঠে গ্রামের ভিতরে ওই মিষ্টি জলের পুকুরে আশ্রয় নেয়।  স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘তারা কঙ্কনদিঘিতে বিশালাকার কুমীরটিকে দেখতে পান। স্থানীয় বাসিন্দা অনিল দাসের পুকুরে সেই কুমীরকে সাঁতার কেটে বেড়াতে দেখে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যেহেতু সারা পুকুর পানাতে ভরা তাই হয়ত কুমীর আমাদের পুকুরেই তাঁর আস্তানা করে ফেলেছে। আমরা ব্যাপারটি বনদফতরকে জানালে বনকর্মীরা আজ এসে কুমীরটিকে নিয়ে যায়।’